নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ‘টাঙ্গাইল সোসাইটি অব ট্রাষ্ট ফান্ড (T.S.T.F)’ এর উদ্যোগে অর্ধ শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নে এসব সামগ্রী ও টাকা বিতরণ করা হয়।
এ কার্যক্রমে সহযোগিতা করেন বাশতৈল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম সিকদার, বয়েচ ক্লাবের সদস্য রিফাত, রাশেদুল, রানা, নাঈম, শাকিল, মাহফুজ, আলামিন, মারুফ, সোলাইমান, কবির প্রমুখ। ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার’ এই স্লোগানে টাঙ্গাইল সোসাইটি অব ট্রাষ্ট ফান্ড (T.S.T.F)’ প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনের সকলেই সিঙ্গাপুর প্রবাসী, তাদের অর্থায়নে এই সংগঠন পরিচালনা করা হয়।
‘টাঙ্গাইল সোসাইটি অব ট্রাষ্ট ফান্ড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মামুন খান বলেন, ‘অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এমন উদ্যোগ নিয়েছি। ভব্যিষতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ, ০৯ এপ্রিল, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন