
বাসাইলসংবাদ: সোমবার, ১২ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল আলোচিত টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী হিসাবে ঘোষনা দিয়ে দুই উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান। এরই ধারাবাহিকতায় তার নিজ এলাকা বাসাইলের ফুলকী ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলকী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত হন। সন্ধার পর মতবিনিময় সভাটি ক্রমান্বয়ে জনসভায় পরিণত হয়। সভায় আব্দুস সালাম খান তার অনুভূতি ব্যাক্ত করেন।
তিনি বলেন, সাধারণ মানুষের আশার আকাক্সঙ্খার প্রতিফলন ঘটাতে দুই উপজেলায় সুষম উন্নয়ন কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে আমি সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে দলের মনোনয়ন প্রত্যাশা করছি। সেই সাথে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি। ফুলকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর আলী মাস্টারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ রওশন আলী কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মঞ্জুরুল হক খান রায়হান, ফুলকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যন শামছুল আলম বিজু, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এসএম শাহাদত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটী কমান্ডার জান মামুদ, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল বাশার, মজিবর রহমান মাস্টার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ূব খান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আমীন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা সাদা মনের মানুষ সালাম খানের প্রশ্নে সকলেই ঐক্যমত পোষন করেন এবং দলীয় মনোনয়ন কামনা করেন।
বাসাইলসংবাদ/একে