
আসাদুল ইসলাম প্লাবন :

সেই একই প্যাঁচাল বার-বার, “অন্য-কিছু নয় -শুধুই বন্ধুত্ব আমাদের !” ভালোবাসার প্রবেশ সংরক্ষিত প্রাচীরে সীমাবদ্ধ !
আরে বাবা, বন্ধুত্বে ভালোবাসা থাকা কি অন্যায় নাকি ? সম্পর্কের গভীরতা যেখানে গ্র্যান্ড-ক্যানিয়নের মতো ! দ্যাখো, আমি এতোকিছু বুঝিনা বাপু l ভালোবাসবোই আমি … রাত-বিরাতে কিংবা সাঁঝ-প্রভাতে !
যেমন ইচ্ছে, দেশি কিংবা চাইনিজ অথবা পর্তুগিজ ! কি করবে তুমি ? ভার্চুয়াল কামনা-বাসনাগুলো স্বচ্ছ-জলের স্ফটিক হতে চায় তোমার জন্যে !
বৈলাম বৃক্ষের মতো মাথা উঁচু করে উঠতে দাও অনন্ত-আসমানে ! জানি, অসীম ক্ষমতা তোমার মহারানী ভিক্টোরিয়ার মতো !
ভার্চুয়াল সাম্রাজ্য থেকে ছেঁটে ফেলতে পারো আমায় যখন-তখন, কিংবা ব্লক জনমের তরে ! তবে কখনও ভাবোনি বোধহয়, ফেইসবুক আর ভার্চুয়াল ব্লক মানেই কিন্তু হৃদয়-টাকে ব্লক করা নয় !
ওটা অক্ষতই রয়ে যায় … বিদ্রোহী রণ-ক্লান্ত, তবুও দুর্বার-দুর্জয় হার না-মানা যুদ্ধ-বাজ চেঙ্গিস খান ! এনজিও-প্লাস্টি কিংবা ওপেন-হার্ট সার্জারির অসীম ক্ষমতা আমায় সাহস যোগায় ভালোবাসতে তোমাকে, জোর করে হলেও !
প্রিয় পাঠক, আপনিও “গল্প ও কবিতা” পাতায় আপনার লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাতে যোগাযোগ করুন-০১৭৪৯ ৮০৯০০৩