
বাসাইল সংবাদ: সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬:

বাসাইল সংবাদ ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। প্রতিপক্ষের মাঠে নেদারল্যান্ডসের জয়ের নায়ক মেমফিস ডিপাই, জোড়া গোল করেছেন তিনি। অন্য গোলটি আরিয়েন রবেনের। লুক্সেমবার্গের একমাত্র গোলদাতা মাক্সিম চ্যানোট।
এই জয়ের পর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডাচরা।
সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে সুইডেন। ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ফ্রান্স।
রোববার রাতে লুক্সেমবার্গের মাঠে রবেনের নৈপুণ্যে ৩৬তম মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডি বক্সের মধ্যে বাঁ-দিকে এক জনকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। তবে বিরতির ঠিক আগে ডিফেন্ডার চ্যানোটের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
১-১ সমতায় দ্বিতীয়ার্ধ শুরু করা ডাচদের ৫৮তম মিনিটে জোরালো হেডে ফের এগিয়ে দেন বদলি
বাসাইল সংবাদ/একে