
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
উপজেলার প্রধান সিকিৎসা কেন্দ্র টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রায়ই গজ-ব্যান্ডেজসহ চিকিৎসা উপকরণ সংকট দেখা দেয়।
চিকিৎসা নিতে আসা রোগিদের অভিযোগ ছোট বড় কাটা ছেড়াসহ সকল ধরণের চিকিৎসায় ব্যান্ডেজ, বায়োডিন, জেসোকিন বা লোকাল ইনজেশন, এ্যারস ও গ্লোবসহ প্রয়োজনীয় উপকরণ তাদেরকে হাসপাতালের বাইরে থেকে কিনে আনতে হয়। চিকিৎসা নিতে আসা ওমর ফারুক বলেন, বিগত ১৫ দিনে ৩ বার হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রতিদিনিই সকল প্রকার ব্যান্ডেজ উপকরণ আমাকে বাইরে থেকে কিনে আনতে হয়েছে। এ ব্যাপারে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেফালী খাতুন বলেন, চাহিদার তুলনায় অপর্যাপ্ত বরাদ্ধের কারণে মাঝে মধ্যে কিছুটা সংকট দেখা দেয়।
বাসাইল সংবাদ/একে