
বাসাইলসংবাদ: বুধবার, ০৭ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ৬ষ্ঠ ম্যাচ মঙ্গলবার ( ০৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে বাসাইল সদর ইউনিয়ন পরিষদ একাদশ দলকে ২-০ গোলে হারিয়েছে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ একাদশ দল।
বাসাইল প্রেসক্লাবের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মাঠে এ ম্যাচে প্রধান অতিথি ছিলেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ। উদ্বোধক হিসেবে ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আহমেদ।
বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ খান প্রমুখ।
উল্লেখ্য, ০৮ মার্চ ( বৃহস্পতিবার) বিকেল ৩টায় এ-গ্রুপের চ্যাম্পিয়ন বাসাইল পৌরসভা একাদশ দল বনাম বি-গ্রুপের রানার আপ বাসাইল সদর ইউনিয়ন পরিষদ একাদশ দলের প্রথম সেমিফাইনাল খেলা হবে। ১০ মার্চ (শনিবার) বিকেল ৩টায় এ-গ্রুপের রানার আপ কাউলজানী ইউনিয়ন পরিষদ একাদশ দল বনাম বি-গ্রুপের চ্যাম্পিয়ন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ একাদশ দলের দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে।
বাসাইলসংবাদ/একে