
একাদশ জাতীয় সংসদ নির্বাচন:

বাসাইল সংবাদ :রোববার, ০৯ জুলাই, ২০১৭:
এনায়েত করিম বিজয় ॥
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপক দৌড়-ঝাঁপ শুরু হয়েছে। তৃণমুল নেতাদের সমর্থন পেতে প্রার্থীরা ইতোমধ্যে চালাচ্ছেন নানা তৎপরতা । অনেকেই কেন্দ্রের সবুজ সংকেতের জন্য সিনিয়র নেতাদের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাশীরা তৃণমুল নেতাদের সঙ্গে কুশল বিনিময়, নির্বাচনী এলাকায় পোস্টার ও লিফলেট দিয়ে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এদের মধ্যে এ আসনে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় পুনরায় মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশা করছেন। তার পক্ষে নেতাকর্মীরা নিয়মিত দলীয় কর্মসূচি ছাড়াও নেতা-কর্মীদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
অপরদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, করটিয়া সা’দত কলেজের ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত ভিপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম (জোয়াহের), বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মালেক মিয়া, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, বাংলাদেশ তাঁত বোর্ডের সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার একেএম আসাদুল হক তালুকদার, ঢাকা ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ সাঈদ আজাদ, আওয়ামীলীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক নির্বাচনী আলোচনায় রয়েছেন। তারাও মনোনয়ন পাওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন।
এদিকে এ আসনে বিএনপি প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, কেন্দ্রীয় বিএনপির সদস্য ওবায়দুল হক নাসির। নির্বাচনী এলাকায় প্রচারনা চালাচ্ছেন তারা।
এ আসনে আরেক শক্তিশালী প্রার্থী কৃষকশ্রমীক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি এমনিতেই বাসাইল-সখীপুরে পরিচিত মুখ। তারপরও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
জাতীয় পার্টির প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আশরাফ সিদ্দিকী।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন