টাঙ্গাইল- ৮ (বাসাইল-সখীপুর) আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব-৩
বাসাইল সংবাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭:
নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসাইল-সখীপুর আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। তিনি সরকারি করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এমএ করেন। পেশায় আইনজীবি, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও তিনি।
তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। বাসাইল-সখীপুর ছাড়াও সারা টাঙ্গাইলে রয়েছে তার ব্যাপক পরিচিতি। তিনি ছোটকাল থেকেই সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। এখনো তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখেই কাজ করে যাচ্ছেন।
মনোনয়ন এবং নির্বাচনে বিজয়ী হলে বাসাইল-সখীপুরের সার্বিক উন্নয়ন নিয়ে তার সাথে বাসাইল সংবাদ টুয়েন্টিফোর ডটকমের একান্ত আলাপচারিতা সরাসরি তুলে ধরা হলো।
মনোনয়নের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি বাসাইল-সখীপুরের জনগণকে সাথে নিয়ে কাজ করবো। স্বাস্থ্যখাতে বাসাইল-সখীপুরের স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি হসপিটালগুলোতে যাতে মানুষ চিকিৎসা সেবা পায় সেগুলো নিশ্চিত করবো। শিক্ষাখাতে বাসাইল-সখীপুরের সকল স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করবো।
বাসাইল-সখীপুরের দীর্ঘদিনের অবহেলিত রাস্তা, ব্রিজ, কালভার্ড এবং জনগণের দাবি নিয়ে জাতীয় সংসদে তোলে ধরবো। আমি টাঙ্গাইল জেলাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছি। বাসাইল-সখীপুরকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা আছে। অনেক প্রতিকুলতার মধ্যেও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শকে বুকে লালন পালন করে দেশ রত্ন শেখ হাসিনার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলকে নিয়ে রাজনীতি করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত ও পরিচ্ছন্ন ডিজিটাল বাসাইল-সখীপুরকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য নিরালশভাবে কাজ করে যাবো।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন