
সংশ্লিষ্ট দপ্তরের নজর নেই

বাসাইল সংবাদ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭:
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল-পাথরঘাটা সড়কের ব্রাক্ষণপাড়িল এলাকায় একটি ব্রিজের প্রায় ৪ফুট টপ স্লাব ভেঙে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। প্রায় দুই মাস ধরে ব্রিজটির টপ স্লাব ভেঙে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের এদিকে কোন নজর নেই। ফলে যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনাও।
জানা যায়, প্রায় দুই মাস আগে বাসাইল-পাথরঘাটা সড়কের ব্রাক্ষণপাড়িল এলাকার ব্রিজটির প্রায় ৪ফুট টপ স্লাব ভেঙে যায়। ব্রিজটি দিয়ে কোন রকমে জীবনের ঝুঁকি নিয়ে সিএনজিচালিত অটোটেম্পো, অটোভ্যানসহ ছোট যানবাহনগুলো পারাপার হচ্ছে। ব্রিজটি দিয়ে দুইটি সিএনজিচালিত অটোটেম্পো একত্রে পারাপার করা যাচ্ছে না। দিন দিন ব্রিজটির টপ স্লাবের ভাঙণ বাড়ছে।
এই মুহুর্তে এটি সংস্কার না করলে ব্রাক্ষণপাড়িল, পাথরঘাটা, হালুয়াপাড়া, ঢংপাড়া, কাঁঠালতলী, পূর্ব পৌলী, কাঞ্চনপুর, তারাবাড়ি, সৈদামপুর, রাশড়া, চাকদহসহ প্রায় ১৫টি এলাকার মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ভূক্তভোগী ইয়াকুব খান বলেন, প্রায় দুই মাস ধরে ব্রিজের প্রায় ৪ফুট ভেঙে রয়েছে। প্রতিনিয়ত এ গর্তে যানবাহন পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। ব্রিজটিতে কোন প্রকার বিপদ সংকেতও দেয়া হয়নি। ভূক্তভোগীরা ব্রিজটি দ্রুত মেরামতের দাবি জানান ।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুছ সাত্তার বলেন, ব্রিজটি আমি পরিদর্শন করেছি। অতিদ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন