
প্রায় লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগে যাতায়াত ||

বাসাইল সংবাদ : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭:
এনায়েত করিম বিজয় ॥
টাঙ্গাইলের বাসাইল-কাউলজানী সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং, ইট, বালু ও খোয়া উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির কোথাও কোথাও বড় বড় গর্ত হয়ে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহনগুলো চলাচল করছে।
গুরুত্বপূর্ণ এ সড়ক সংস্কারে বাসাইল উপজেলা প্রশাসনের কোন নজর নেই। স্থানীয়রা জানান, বাসাইল-কাউলজানী সড়কের বাসাইল কবরস্থান মোড় থেকে কাউলজানী বোর্ড বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নের সঙ্গে সংযুক্ত এবং উপজেলার উত্তরাঞ্চলের খাদ্যগুদামের সঙ্গে সংযুক্ত থাকায় সড়কটি উত্তরাঞ্চলে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একমাত্র সড়ক। বাসাইল উপজেলার উত্তরে কালিহাতী ও সখীপুর উপজেলা। উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়কটি। উপজেলার সদর, কাউলজানী ও ফুলকী ইউনিয়ন ছাড়াও বাসাইল উত্তরপাড়া, কলিয়া, কাউলজানী, সুন্যা, গিলাবাড়ী, ডুমলীবাড়ী, বার্থা, কল্যাণপুর, মলিয়ানপুর, বাদিয়াজানসহ প্রায় ২৫-৩০টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছে। এ ছাড়াও এ সড়কে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন যাতায়াত করছে বলে এলাকাবাসী জানায়।
জানা যায়, বাসাইল-সখীপুর সড়কের বাসাইল কবরস্থান মোড় থেকে বাসাইল উত্তরপাড়া পর্যন্ত বাসাইল পৌরসভার আওতায় এবং বাসাইল উত্তরপাড়া থেকে কাউলজানী পর্যন্ত এলজিইডি’র আওতায় হওয়ায় রাস্তা মেরামত কাজে ব্যঘাত ঘটছে বলে জানা গেছে। এছাড়া বাসাইল-সখীপুর সড়কের বাসাইল কবরস্থান মোড়ে কার্পেটিং, ইট, বালু ও খোয়া উঠে ছোট পুকুরে পরিণত হয়েছে। ফলে এ সড়কে যাতায়াতরত যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরীভিত্তিতে সড়কটির সংস্কার বা মেরামত করার ব্যাপারে পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে ভুক্তভোগীরা জানান।
সিএনজি চালক রিপন মিয়া বলেন, বাসাইল থেকে কাউলজানী বোর্ড বাজার পর্যন্ত সড়কটিতে ছোট-বড় প্রায় ৩৫টি গর্ত রয়েছে। এখানে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যাতায়াতে খুবই সমস্যা হয়।
অটোভ্যানচালক হারুন মিয়া বলেন, সড়কটির বেহাল দশার কারণে মাঝেমধ্যেই যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়।
এ ব্যাপারে বাসাইল পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন জানান, পৌরসভার আওতায় যে পর্যন্ত রাস্তা পড়েছে অতিদ্রুত অস্থায়ীভাবে মেরামত করা হবে।
উপজেলা প্রকৌশলী আব্দুছ ছাত্তার বলেন, অতিদ্রুতই অস্থায়ীভাবে সড়কটি মেরামত কাজ করা হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন