
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৬জন শিশু শিক্ষার্থীকে পবিত্র কোনআন শরিফ ছবক দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে শিশুদের হাতে কোনআন শরিফ তুলে দেয়া হয়। উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম হাফেজ ক্কারী রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চ্যালেন আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আব্দুল জলিল মিয়া, সাধারণ কেয়ার টেকার ইয়াছিন আলী খান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আক্তারুজ্জামান রিপন, ওই শিশুদের শিক্ষক হাফেজ মো. মিজানুর রহমান খান প্রমুখ।
বাসাইলসংবাদ/একে