নিজস্ব প্রতিবেদক : ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়-ই-নুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া।
বাসাইলসংবাদ, ০২ নভেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন