
বাসাইল সংবাদ: শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ, প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (৪ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, পৌরসভার মেয়র মজিবর রহমান, কাঞ্চনপুর ইউপি’র চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




