
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে বাসাইলে হরি দাস কর্মকার (৪০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৫ মে) বিকেলে বাসাইল পৌর এলাকার পোস্ট অফিসের সামনে থেকে ১শ’ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। হরি দাস কর্মকার উপজেলার মিরিকপুর গ্রামের বিদু ভূষণ কর্মকারের ছেলে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হরি দাস কর্মকার দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ইয়াবা এনে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শাহীন আলম তাকে গ্রেফতার করে। এসময় তার মোবাইল ফোনের চার্জারের ভিতর থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার মোবাইল ফোনের চার্জারের ভিতর থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আনিচুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরি দাস কর্মকারকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
বাসাইলসংবাদ/একে