
বাসাইল সংবাদ: শনিবার, ২৭ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী দীপা বেগম খুন হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফনি মিয়াকে পুলিশ আটক করেছে। শুক্রবার (২৬ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের দেউলি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় ফনি মিয়া ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী দীপা বেগমকে লাঠি দিয়ে আঘাত করে। এতে দীপা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসকরা ঢাকা রেফার্ড করে। ঢাকা নেয়ার পথে বিকেলে দীপা বেগমের মৃত্যু হয়।
এ ব্যাপারে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় অভিযুক্ত ফনি মিয়াকে এলাকাবাসীর সহযোগীতায় আটক করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




