
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল জেলাকে স্কাউট জেলা হিসেবে ঘোষণার কর্মসূচী হিসেবে আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জেলার বাসাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, জেলা স্কাউটের কমিশনার ওয়াজেদ আলী খানশুর, জেলা স্কাউটের কোষাধ্যক্ষ মীর মনসুর রহমান, জেলা সহকারী কমিশনার জেবুন্নেসা বেগম, এএলটি আনোয়ারুল করিম খান, উপজেলা স্কাউটের কমিশনার মীর মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন