নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দলের বাসাইল উপজেলা কমিটির আমির আফজাল হোসেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বাসাইল উপজেলার সেক্রেটারি আমিনুল ইসলাম খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদ হোসাইন, বায়তুলমাল সম্পাদক আব্দুল কারিম আকন্দ, বাসাইল পৌর জামায়াতের আমির শহিদুল ইসলাম সিদ্দিকীসহ উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, এমকে ভূইয়া সোহেল, যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, প্রেসক্লাবের সদস্য আহমেদ রাসেল, সদস্য রুবেল মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম দিপু, সদস্য জাহাঙ্গীর বিন জাফর, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও দফতর সম্পাদক ছানোয়ার হোসেন, সদস্য মিলন ইসলাম, জিয়ারত জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে নেতারা জামায়াতের বিভিন্ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাসাইলসংবাদ, ০৬ সেপ্টেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন