
বাসাইল সংবাদ : শনিবার, ০৮ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় বাসাইল-সখীপুরকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করতে প্রয়োজন সুশাসন ও সামগ্রিক উন্নয়ন এবং জাতীয় সংসদে অভিজ্ঞ ও শক্তিশালি প্রতিনিধিত্ব। একমাত্র সৎ ও যোগ্য নেতৃত্বই পারে বাসাইল-সখীপুরকে উন্নয়নের একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে।
টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ তাঁত বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম আসাদুল হক তালুকদার গতকাল ৭ জুলাই বাসাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাসাইল প্রেসক্লাব ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা টেলিভিশন রিপোর্টারস ফোরামের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, বাসাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যকরি সদস্য রাশেদা সুলতানা রুবি, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম তালহা, রাজশাহী বিশ^বিদ্যালয় মতিহার হল শাখার সাবেক সভাপতি শরিৎ কাইয়ুম তালুকদার প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন