
বাসাইলসংবাদ: শুক্রবার, ১ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল -সখীপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সাঈদ আজাদ সাংবাদিকদের সাথে বাসাইল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
শুক্রবার (১ জুন) অধ্যক্ষ সাঈদ আজাদের সৌজন্যে বাসাইল প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় অধ্যক্ষ সাঈদ আজাদ আগামী দিন গুলোতে তার সকল কাজে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম, বাসাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবী, বাসাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, সখীপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কোষাধ্যক্ষ রুবেল মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক এনায়েত করিম বিজয়, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, মিলন ইসলাম, শরীফুজ্জামান, শাহানাজ খানম রেখাসহ অন্যরা।
বাসাইলসংবাদ/একে