
বাসাইল সংবাদ :বুধবার, ২৬ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে সেসিপ প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে উপজেলার সকল বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে বাসাইল হাজী মালেক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় প্রধানের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল আহমেদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আল আমিন প্রমুখ। শিক্ষা উপকরণ হিসেবে গ্লোব, জ্যামিতি বক্স ও বিভিন্ন ধরণের মানচিত্র বিতরণ করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন