নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল বাসস্ট্যান্ড থেকে নলুয়া সড়কের শাহবাড়ীর ব্রিজ পর্যন্ত যানজট নিরসনে পৌরসভার উদ্যোগে ৫জন স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু যানজট নিরসনের এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার কাউন্সিলর রাসেল খানশূর, রফিকুল ইসলাম রিপনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন শ্রমিক নেতা।
বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু বলেন, ‘বাসাইল-নলুয়া সড়কের বাসাইল বাসস্ট্যান্ড থেকে শাহবাড়ীর ব্রিজ পর্যন্ত যানজট লেগেই থাকে। যানজট নিরসনে প্রাথমিকভাবে ঈদের আগেরদিন পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক কাজ করবে। এতে কিছুটা হলেও মানুষের দুর্ভোগ কমবে।’
বাসাইলসংবাদ, ৩১ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন