
বাসাইল সংবাদ: বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
কোইকা’র অর্থায়নে এবং ইউনিসেফের সহযোগিতায় টাঙ্গাইলের বাসাইলে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র মা ও নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কমিউনিটি ভিত্তিক প্রকল্প (আইইসিএমএনসিএইচ) বিষয়ক কর্মসূচীর মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যুর হার কমানো এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্যের উপর এক দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন পারভীন, পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র উপজেলা সমন্বয়কারী নুরুল ইসলাম সবুজ প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন