
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে উপজেলার কাজিরাপাড়া মাজমের দও এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি ওই এলাকার খোকা মিয়ার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে উপজেলার কাজিরাপাড়ায় ঝিনাই নদীর মাজমের দও খ্যাত এলাকায় একটি প্রভাবশালী মহল ভেকু বসিয়ে বালু কেটে বিক্রি করে আসছে। তারা বাসাইল ছাড়াও মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় এই বালু বিক্রি করে আসছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। এসময় মাটি ব্যবসায়ী জাকিরকে আটক করা হয়। সেসময় একটি ট্রাকও জব্দ করা হয়। এরআগে অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন মাটি ব্যবসায়ী সেখান থেকে মাটি বহনের ট্রাক সরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাটি উত্তোলনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এমন অভিযান অব্যাহত রয়েছে।’
বাসাইলসংবাদ, ২৮ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন