
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচীর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে ব্র্যাকের বাসাইল উপজেলার বিলপাড়া শাখার উদ্যোগে ১৫জন কৃষকের মাঝে দুই কেজি করে এ বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল (টাঙ্গাইল-২) অঞ্চল বিলপাড়া শাখার এরিয়া ম্যানেজার (দাবি) মো. ফিরোজ শাহী, শাখা ব্যবস্থাপক (দাবি) সাহিদা খাতুন, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) মধুমালা রাজবংশী, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।
একইদিনে ব্র্যাকের মহেড়া শাখা অফিস, কাউলজানী শাখা অফিস, বাসাইল শাখা অফিস ও অন্যান্য শাখা অফিসসহ টাঙ্গাইল-২ অঞ্চলের উদ্যোগে প্রায় ৬শ’ কেজি আমন ধানের বীজ বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ২৮ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন