
বাসাইলসংবাদ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় সংলগ্ন হাসপাতাল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক সফিকুল ইসলাম (লোটাস)।
বাসাইলসংবাদ/একে