
বাসাইল সংবাদ: শনিবার, ০১ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে পরিত্যাক্ত ব্যাগে মিললো অজ্ঞাত নবজাতকের মৃতদেহ। স্থানীয়দের অভিযোগ পুলিশকে বার বার জানানোর পরও নবজাতকের মৃতদেহটি উদ্ধার করেনি।
জানা যায়, শনিবার ( ১ এপ্রিল) সকালে বাসাইল-কাউলজানী রোডের মহিষখালী ব্রিজের পাশে স্থানীয়রা একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগটিতে নবজাতকের মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে গ্রামের মানুষ উচ্চেপরা ভির জমায়। স্থানীয়দের অভিযোগ বাসাইল থানা পুলিশকে বিষয়টি বার বার জানানোর পরও মৃতদেহটি উদ্ধার করেনি। পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার না করায় স্থানীয়রা মহিষখালী ব্রিজের নিচে মাটিচাপা দিয়ে রেখেছে বলে জানা যায়।
স্থানীয়দের ধারণা কোন পাষান্ড হৃদয় জন্মের পরই ফুটফুটে কন্যা সন্তানের মৃতদেহটি ফেলে গেছে। যে নব্য শিশুটির থাকার কথা স্নেহের আঁচলে মোড়ানো মমতাময়ী মায়ের কোলে অথচ কি দূর্ভাগ্য শিশুটির। সেই নবজাতক শিশুটির স্থান হল একটি ছোট্ট ব্যাগে নির্জন ব্রীজের পরিত্যাক্ত স্থানে। মানবিক দিকদিয়ে বিচার করলে বিষয়টি কতটা অমানবিক? এমন প্রশ্নই স্থানীয়দের। এ অমানবিক বিষয়টি এলাকায় চাঞ্চল্যে’র সৃষ্টি হয়েছে।
এব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।
রিপোর্টটি লেখা পর্যন্ত পৌনে দুইটা সময়ও মৃতদেহটি পুলিশ উদ্ধার করেনি।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন