
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিয়ালায় বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু হোসেন মেমোরিয়াল গার্লস স্কুলের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যার কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার খন্দকার আব্দুর রশিদ। ২২ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন খন্দকার আবু হানিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার হোসেন।
বাসাইলসংবাদ/একে