নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে ‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা, সাধারণ সম্পাদক ওসমান আলী মিঞা, মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উপজেলার শাখার সভাপতি মো. হানিফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মনির খান ইমন প্রমুখ।
বাসাইলসংবাদ, ০৫ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন