
বাসাইল সংবাদ: শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
“ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন প্রকল্পের যৌথ উদ্যোগে র্যালীটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন, আরএমও ডা. ইব্রাহীম, উপজেলা যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিকের সিনিয়র টিএলসিএ মোঃ ছাইফুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন