
বাসাইল সংবাদ: শনিবার, ০১ অক্টোবর, ২০১৬

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বাংলালিংক গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাসাইল পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকার ফেক্সিলোডের দোকানে বাংলালিংক সিমে গত ২০দিন যাবৎ টাকা নেই। ফলে বাংলালিংক গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে জানা গেছে।
একাধিক ফেক্সিলোড ব্যবসায়ীরা জানায়, বাংলালিংকের ডিএসআর পবিত্র ঈদুল আযহার আগে গত ৮ সেপ্টেম্বর সর্বশেষ লোডের টাকা দিয়ে যায়। ঈদকে উপলক্ষ করে গ্রাহকরা প্রয়োজনের তুলনায় বেশি টাকা রিচার্জ করেন। ঈদের দু’থেকে তিনদিনের মধ্যেই ফেক্সিলোড ব্যবসায়ীদের সিমে থাকা টাকাগুলো শেষ হয়। তার পর থেকেই বাংলালিংক গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহিষখালী বাজারের ফেক্সিলোড ব্যবসায়ী মোমিনুল ইসলাম বলেন, বাংলালিংকের ডিএসআর সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর ফেক্সিলোডের টাকা দিয়ে গেছে। ঈদের দু’তিনদিনের মধ্যেই টাকাগুলো শেষ হয়েছে। প্রায় বিশ দিন হয়ে গেছে ডিএসআর আসেনি। আমার দোকানে প্রতিদিন প্রায় ৫০জন বাংলালিংক গ্রাহক টাকা রিচার্জ করতে এসে ফেরত যাচ্ছে।
বাসাইল পৌর এলাকার ফেক্সিলোড ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, আমার দোকানে প্রতিদিন প্রায় শতাধিক গ্রাহক এসে ফেরত যাচ্ছে। কোন কারনে বাংলালিংকের ডিএসআর বাসাইলে আসছে না তা কেউ সঠিকভাবে বলতে পারেনি। উপজেলার বিভিন্ন গ্রামের গ্রাহকরা বাংলালিংক সিমে টাকা না পেয়ে সিম বন্ধ রেখে অন্য কোম্পানির সিম ব্যবহার করছে বলে ভুক্তভোগিরা জানায়।
এদিকে গাজীপুর থেকে ডিএসআর এসে বাসাইল পৌর এলাকার হাতেগোনা কয়েকটি দোকানে লোডের টাকা দিয়ে গেছে বলে ব্যবসায়ীরা জানায়।
বাসাইল সংবাদ/একে
সংবাদটি শেয়ার করুন