
বাসাইল সংবাদ: সোমবার, ০২ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে উৎসব মূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।
উপজেলার প্রতিটি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একযুগে সরকারি পাঠ্য বই বিতরনের মাধ্যমে এ উৎসব পালিত হয়। বছরের শুরুতে ছাত্র-ছাত্রীরা নতুন হাতে পেয়ে আনন্দে আত্মহারা।
১ জানুয়ারি (রোববার) বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত মাঠে এ উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুল আহসান, উপজেলা শিক্ষা অফিসার আকলিমা চৌধুরী প্রমুখ।
বাসাইল সংবাদ/একে