
বাসাইল সংবাদ: রোববার, ১৯ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবার সারাদেশে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন পরীক্ষার্থী কমলেও টাঙ্গাইলের বাসাইলে পরীক্ষার্থী বেড়েছে ৮৪জন। উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি (পিইসি) পরীক্ষা রবিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে। ওইদিন বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকলিমা চৌধুরী বাসাইলসংবাদ’কে বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২ হাজার ৯শ’ ৩৫জন ও ইবতেদায়ীতে ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথমদিনে ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৪৯ জন ও ইবতেদায়ীতে ২৯ জন অনুপস্থিত রয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৩৮৫ জন এবং ছাত্রী ১৫০১জন। এ ছাড়া ইবতেদায়ির পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৪৮ এবং ছাত্রী ১৩৮ জন।
বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন