
বাসাইলসংবাদ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলম বেগ (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। নিহত আলম বেগ উপজেলার নাকাছিম গ্রামের আব্দুর রহিম বেগের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত আলম বেগের ছেলে রানা বেগের কাছ থেকে বাসাইল পশ্চিমপাড়ায় বসবাসকারী তার বন্ধু জনি ভূইয়া কিছু টাকা ধার নেয়। রবিবার বিকালে রানা এ টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এ ঘটনায় ওই বন্ধু বাসাইল পশ্চিমপাড়া, উত্তরপাড়া ও আদাজান দক্ষিণপাড়ার ১৫ থেকে ২০জন বন্ধুকে নিয়ে রানার বাড়িতে হামলা চালায়। এসময় রানাকে বাড়িতে না পেয়ে তার বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার আশরাফ উল আলম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ/একে