নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া দোকান পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া চৌরাস্তা বাজারে নেতাকর্মীদের নিয়ে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৪ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন