নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং তারুণ্য মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জামায়াতে ইসলামীর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী শফিকুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর বাসাইল উপজেলা শাখার আমির আফজাল হোসেন, বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুুপারভাইজার আল আমিন, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবুুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।
মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর, পৌরসভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪টি স্টল অংশগ্রহণ করে।
বাসাইলসংবাদ, ১৫ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন