
বাসাইল সংবাদ : রোববার, ১৬ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন আলাল (৩৫) দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। খবর পেয়ে মামলার বাদী এনামুল হক ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে রোববার দুপুরে তাকে আটক করে। পরে সন্ধ্যায় বাসাইল থানায় তাকে সোপার্দ করা হয়। সে উপজেলার বাথুলীসাদী গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনপুরের বাইতপাড়া এলাকা থেকে একইদিনে ৫০ গ্রাম গাঁজাসহ এলাহি মিয়া (৩৫) কে আটক করা হয়। সে পৌর এলাকার ব্রাক্ষনপাড়িলের মৃত সামাদ মিয়ার ছেলে। পুলিশ বাদী হয়ে তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে বাসাইল থানার এসআই মোঃ ফারুক হোসেন জানান, আটককৃতদের সোমবার জেলহাজতে প্রেরণ করা হবে।
ক্যাপশন: ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন আলাল।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন