
বাসাইল সংবাদ : সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে “ঠিকানা” নামের একটি সংগঠনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) উপজেলার কলিয়া গ্রামের সেচ্ছাসেবী রক্তদাতা হতে আগ্রহীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৮০ জন আগ্রহীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান মাসুদুজ্জামান রুমেল বলেন, ” ঠিকানা” এর লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা জানি অসুস্থ মানুষের ক্ষেত্রে রক্ত কতটা গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যে সেচ্ছাসেবী রক্তদাতা হতে আগ্রহীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ৮০ জন আগ্রহীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। যা পরবর্তিতে সংশ্লিষ্ট হাসপাতালে পাঠিয়ে দেয়া হবে। যাতে সামর্থহীন মানুষ জরুরী প্রয়োজনে প্রয়োজনীয় রক্ত পেতে পারেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন