
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে পাথর বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ৩জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকালে কাউলজানী নয়ারহাট-বাসাইল সড়কের কলিয়া খইরার দও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকার ট্রাক শ্রমিক মাসুদ (৫০), টাঙ্গাইল সদর উপজেলার বৈল্ল্যা এলাকার রাসেল (২৮) ও দাইন্যা চৌধুরীবাড়ী এলাকার হাশেম আলী (৪৫)। এদের মধ্যে মাসুদের অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী নয়ারহাট-বাসাইল সড়কের কলিয়া খইরার দও এলাকায় ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে। সকালে পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজের কাছে যাচ্ছিল। এসময় ব্রিজের কাছাকাছি পৌছালে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা চালকসহ ৫জনের মধ্যে চারজন দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। কিন্তু একজন ট্রাকের নিচে আটকে যায়। পরে স্থানীয়রা তাকে প্রাথমিকভাবে উদ্ধারে চেষ্টা করে। এক পর্যায়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দ্রæত ট্রাক থেকে নামতে গিয়ে আরও দুইজন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আতিকুর রহমান বলেন, ‘আহত অবস্থায় ৩জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।’
বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ওয়াদুদ বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছানো হয়। এক ব্যক্তি ট্রাকের নিচে আটকে পড়েছিল। পরে আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে আনা হয়।’
বাসাইলসংবাদ, ২৭ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন