
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও করটিয়া সাদৎ বিশ্ববিদ্যালয় কলেজের দুইবারের সাবেক ভিপি বাসাইল-সখীপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের কে গণসংবর্ধ্বনা দেয় বাসাইল উপজেলা আওয়ামী স্বেচাসেবক লীগ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধ্বিত এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বাসাইল থানা পুলিশের বিরুদ্ধে অনুষ্ঠানকে বানচাল অপচেষ্টার অভিযোগ করে বলেন, টাঙ্গাইলের বর্তমান পুলিশ সুপার একজন সৎ কর্মকর্তা তাই বাসাইল-সখীপুরের লোকজনকে অযথা হয়রানি করা যাবেনা। প্রধান অতিথি কিছু দলের নেতাকর্মীর বিভিন্ন অনিয়মের দিকে ইঙ্গিত করে বলেন, টাঙ্গাইলকে অর্ধেক দূর্নীতি লুটতরাজ মুক্ত করতে পেরেছি, বাসাইল-সখিপুরকেও আমরা দূর্নীতি মুক্ত করব। তিনি প্রয়োজনে দলীয় প্রতিটি কমিটিকে রিসাবল করে ত্যাগী নেতাকর্মীদের কাজে লাগিয়ে বাসাইল-সখীপুরের আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে সকল দলের অংশগ্রহণে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করে বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমি প্রয়োজনে জননেত্রী শেখ হাসিনা-জয় ও নৌকার জন্য জীবন উৎসর্গ করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের নেতৃত্বে বাসাইল-সখীপুরের আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উপজেলা আওয়ামীস্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইদুর রহমান বাঘা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যে’র মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, জেলা অওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলগ নেতা মাহমুদ হোসেন আলমাজিদি শীষ মিয়া, আওয়ামীলী নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, কাউলজানী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা খান বাহাদুর, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রফিক রাসেল, সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, বাসাইল কলেজের প্রথম ভিপি আওয়ামীলীগ নেতা জাদিদুর রহমান রোনু, পৌরসভার সাবেক কমিশনার রফিকুল ইসলাম,প্যানেল মেয়র শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন আলাল, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান হিটু, উপজেলা ছাত্রলীগ নেতা শিবলু আহমেদ প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার কামরুল ইসলাম, বাসাইল উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউছ, টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু জয়বাংলালীগের সভাপতি সোহানুর রহমান সোহেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম তালহা, বাসাইল উপজেলা ছাত্রলীগ যুবলীগসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বাসাইল পৌরসভা, সদরসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন