
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলের ৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। তবে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, ১ নভেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলার ৪টি কেন্দ্রে ২৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
২৩২৮ জন পরীক্ষার্থীদের মধ্যে জেএসসিতে ১৯৫৭ জন ও জেডিসিতে ৩৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অপরদিকে ভোকেশনাল নবম শ্রেণীর পরীক্ষায় ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ১২২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় পরীক্ষা কেন্দ্র সমূহ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সবকটি কেন্দ্রেই পরীক্ষার্থীদের সুষ্টুভাবে পরীক্ষা দিতে দেখা গেছে।
বাসাইল সংবাদ/একে