
বাসাইল সংবাদ: সোমবার, ০২ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক: “সমাজসেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে ২ জানুয়ারি( সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার হারুন-অর-রশিদ প্রমুখ।
বাসাইল সংবাদ/একে