
বাসাইল সংবাদ: শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ৪৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান নুর নবী আবু হায়াত খান নবু, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
বাসাইল সংবাদ/একে