
বাসাইল সংবাদ: বুধবার, ০১ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এ স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তে আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন