নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে মিলনায়তনে গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরুখ খান।

এ সময় উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব প্রমুখ।
এ সময় বক্তারা জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
বাসাইলসংবাদ, ০৬ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন