
বাসাইল সংবাদ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এ স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, টাঙ্গাইলের জাস্টিস ফর অল’র প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন