
বাসাইল সংবাদ: বুধবার, ০৪ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে ৩ গ্রুপে পৃথক পৃথকভাবে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল ইসলাম খান জসিমের নেতৃত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি আওয়ামীলীগের স্থানীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, আওয়ামীলীগ নেতা আসাদুল হক তালুকদার, শফিউল আরিফিন খানশুর সুজন প্রমুখ। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি শিবলু আহমেদ ও সহ-সভাপতি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র্যালী
এদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি শিবলু আহমেদ ও সহ-সভাপতি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে শহিদ মিনার চত্তর থেকে র্যালীটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহিদ মিনার চত্তরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একে আজাদ খানশুর, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম আহমেদ, মশিউর রহমান খান আপেল, মোঃ ছাত্তার জমাদার, জাদিদুর রহমান রোনু, মোঃ রফিকুল ইসলাম, মশিউর রহমান বিদ্যুৎ প্রমুখ।
ছাত্রলীগ নেতা মোঃ সজিব খানশুর, মোঃ নোমান খান ও মোঃ ফরিদুল ইসলাম ফরিদের নেতৃত্বে র্যালী
অপরদিকে ছাত্রলীগ নেতা মোঃ সজিব খানশুর, মোঃ নোমান খান ও মোঃ ফরিদুল ইসলাম ফরিদের নেতৃত্বে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে নেতাকর্মীরা বেলুন উড়িয়ে একটি র্যালী বের করে । র্যালীটি নতুন বাসস্ট্যান্ড থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসাইল সংবাদ/একে