
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বাসাইল পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বিলে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, বিকেলে বাসাইল পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম অবৈধ জায়না জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় ৩০টি চায়না জাল ও ১৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় এক লাখ ৫০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, ‘চায়না জাল দিয়ে মাছ শিকার করা নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’
বাসাইলসংবাদ, ২৪ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন