
বাসাইল সংবাদ: সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে কৃষক-কৃষাণীদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৪ ডিসেম্বর) বাসাইল কলেজ পাড়ায় খামার যান্ত্রীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ২য় পর্যায় প্রকল্পের আওতায় পাওয়ার টিলার চালিত বেডপ্লান্টার (গম) সিডার/কম্বাইন হারভেস্টার/রাইস ট্রন্সপ্লান্টার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত উপ-পরিচালক ডিএই শষ্য কোরবান আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবী, টাঙ্গাইল জেলা কৃষি প্রকৌশলী ডিএই মোখলেসুর রহমান, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন