
টাঙ্গাইলের বাসাইলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচি রবি- ২০১৬-১৭ এ আওতায় ৮শ ৫০জন কৃষককে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রতিজন কৃষককে এক কেজি করে বারি সরিষা- ১৪ ও ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্তিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান, বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমূখ।