
বাসাইলসংবাদ: শুক্রবার, ১ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বহুল আলোচিত ‘কাচখেকো’ নামে পরিচিত বাচ্চু মিয়ার। শুক্রবার ( ১ জুন ) সকালে উপজেলার তিরঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার সকালে বাচ্চু মিয়া খেতে কাজ করার সময় মাটিতে পড়ে থাকা পিডিবি (ওয়াবদা) লাইনের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার লাশ বাড়িতে নিয়ে এলে বাসাইল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তার পরিবার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া প্রায় ১০ বছর ধরে অলৌকিকভাবে কাচ খেতো। বিভিন্ন অনুষ্ঠানেও তিনি কাচ খেয়ে উৎসুক জনতাকে আনন্দ দিতো। পরিবারের বাঁধায় তিনি লোকিয়েও বিভিন্ন সময় কাচ খেতো। এক সময় কাচ খাওয়াটা তার নেশায় পরিণত হয়। তিনি পুরো টাঙ্গাইলে কাচ খেকো বাচ্চু মিয়া নামে পরিচিত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি আনিচুর রহমান বলেন, কৃষি কাজ করার সময় মাটিতে পড়ে থাকা পিডিবি’র তার সরানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একে